ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পশুর নদে এক জাহাজকে অপর জাহাজের ধাক্কা, জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
পশুর নদে এক জাহাজকে অপর জাহাজের ধাক্কা, জেলে নিখোঁজ

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরের কাছে পশুর নদে গ্যাসবাহী বিদেশি জাহাজ ও কয়লাবাহী একটি লাইটারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লাইটার জাহাজটি।

এসময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকা থেকে পাঁচ জেলে নদীতে ছিটকে পড়েন। এদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।  

নিখোঁজ মাঝি আব্দুল হাকিম (১৮)। তিনি খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধারে শনিবার (০২ নভেম্বর) সকাল থেকে অভিযান চালায় মোংলা কোস্টগার্ড। তবে এখনও তার কোনও খোঁজ মেলেনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ টন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এসময় উল্টো দিক থেকে আসা এলপিজিবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়। পরে বন্দরের জাহাজ সারথি সেটিকে উদ্ধার করে। এসময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকার পাঁচজন জেলে ছিটকে পড়েন। চারজন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ থাকেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি অফিসার মো. জাকির বলেন, মোংলা বন্দর কর্তৃক কোস্টগার্ড পশ্চিম জোনকে জানালে তাৎক্ষণিক কোস্টগার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান এখনও চলছে।

এদিকে এলপিজিবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা বলেন, তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।