ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে ডাকাতের গুলিতে চিংড়ি ঘেরের শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
মহেশখালীতে ডাকাতের গুলিতে চিংড়ি ঘেরের শ্রমিক নিহত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ডাকাতের গুলিতে মনির আহমেদ নামে চিংড়ি ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় ঘের থেকে বেশ কিছু মাছ লুট করা হয়েছে বলে দাবি করেছেন ঘেরের মালিক।

শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছরি এলাকার একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।

তিনি জানান, রাতে বেশ কয়েকজন শ্রমিক ঘেরে মাছ ধরছিলেন। এসময় অস্ত্রধারী ডাকাতদল ঘেরে হানা দেয়। একপর্যায়ে ডাকাতদের গুলিতে মনির আহমেদ নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মনিরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাকাতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।