ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী মামা-ভাগনে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী মামা-ভাগনে নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগনে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সদর উপজেলার করপাড়া গ্রামের মোল্লাবাড়ির আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগনে খুলনার তেরখাদা থানার মুকামপুর গ্রামের মাসুদ ফরাজীর ছেলে হুসাইন ফরাজী (৮)। হুসাইন ফরাজী সদর উপজেলার করপাড়া গ্রামে মামাবাড়ি থেকে থেকে লেখাপড়া করতো। সে মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন মজুমদার জানান, দুপুর ১২টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী বোঝাই একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলাম খান ও তার ভাগনে হুসাইন ফরাজীকে মৃত ঘোষণা করেন। বাকি ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।