ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশালে ৬৮১ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশালে ৬৮১ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ২২ দিনে ৬৮১ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে তিন হাজার ৩৯৪টি অভিযান চালানো হয়েছে এবং এক হাজার ৬১ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি এক হাজার ১৫৭টি মামলা করা হয়েছে।

একই সময়ে বরিশাল বিভাগে ৬০৯ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, চার হাজার ৪৮১ বার বিভিন্ন মাছঘাট, আট হাজার ৩৮৬ বার বিভিন্ন আড়ত এবং চার হাজার ৯২২ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে ১৮ হাজার ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ২০ কোটি ৭ হাজার ৬৭ হাজার ৩শত  টাকা মূল্যের ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১০ লাখ ৪১ হাজার ২০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ ছিল। আর এ সময়ের মধ্যেই বরিশাল বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ টন চাল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।