ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে মদ-বিয়ারসহ ৮৩ জন আটক, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
টঙ্গীতে মদ-বিয়ারসহ ৮৩ জন আটক, নিহত ১

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আমতলী এলাকায় আবাসিক হোটেল জাভানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ ৮৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল ম্যানেজারের মৃত্যু হয়েছে।



সোমবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর আমতলী এলাকায় অভিজাত আবাসিক হোটেল জাভানে মাদকসহ অসামাজিক কার্যকলাপ চলছিল। একপর্যায়ে রোববার (৩ নভেম্বর) রাতে ওই হোটেলে যৌথ বাহিনী অভিযান চালায়। পরে সেখান থেকে ৮৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ২৭ জন নারী ও ৫৬ জন পুরুষ। এছাড়া হোটেল জাভান থেকে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে পালানোর সময় হোটেল ম্যানেজার মিজানুর রহমান খান মিলটন (৪৫) বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যায়। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। হোটেলটি আওয়ামী লীগের এক নেতা পরিচালনা করতেন বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হোটেল থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৮৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলাকালে হোটেল ম্যানেজার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় তিনি হোটেলের পাশে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।