ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
কুষ্টিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া: ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনকে ৩০ মিনিট কুষ্টিয়া রেল স্টেশনে আটকে রেখে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং কুষ্টিয়া স্টেশন দিয়ে নিয়মিত ট্রেন চলাচলের দাবিতে এ বিক্ষোভ করেন তারা।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া রেল স্টেশনে আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এসময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১২টা ১৫মিনিট থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত কুষ্টিয়া স্টেশনে আটকে থাকে। পরে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা দেয়।

বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। রুট পরিবর্তন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ এ দুটি রেলসেবা থেকে বঞ্চিত হবে।

তারা দাবি করেন, অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা হোক।

কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খাতুন জানান, রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া স্টেশন দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল শুরু করে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।