ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 

ঝালকাঠি: ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেপ্তারে খবরে জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।  

বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  

আইনজীবী ও বিএনপি নেতাকর্মীদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নামে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমুর ঝালকাঠির বাসা থেকে ৫ আগস্ট রাতে যৌথবাহিনী পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে। বিএনপি নেতারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষ স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।  

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন ও শ্রমিক দলের আহ্বায়ক টিপু সুলতানসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।