ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি তাদের ত্যাগ করতে হবে: সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি তাদের ত্যাগ করতে হবে: সারজিস

পঞ্চগড়: তরুণদের দলকানা না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। পাশাপাশি যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি, তাদের পরিত্যাগ করার কথা বলেছেন তিনি।

 

আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ প্রমাণ হয়েছে। সুতরাং আমাদের তরুণ প্রজন্মকে কাঁধ শক্ত করতে হবে।  

বুধবার (৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে গিয়ে তারা এ কথা বলেন।  

এসময় সারজিস আলম বলেন, আমাদের দলকানা হওয়া যাবে না। সেটা যে দলই হোক। কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে, সে যেই হোক না কেন, প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নেবেন। আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। দেশে এত বড় একটা গণহত্যা চালানো হয়েছে, সেটা কি কারণে হয়েছে, মনে রাখতে হবে। যারা ক্ষমতাপিপাসু যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি, তাদের আমাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে।  

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বিশ্বাস করতে চাই, যত প্রত্যন্ত এলাকা হোক না কেন, সরকারের যতগুলো পদ আছে, আমরা কোনো পদকে আনটাচেবল মনে করতে চাই না। আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা একটা জেনারেশন কমপ্লিকেটের দিকে যাচ্ছি। আমাদের নেতৃত্বের জায়গায় যেতে হবে। ভবিষ্যতের বাংলাদেশের যে নেতৃত্ব, এ নেতৃত্ব তরুণ প্রজন্মকে দিতে হবে।  

তরুণ প্রজন্ম হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে, বৃদ্ধ বাবা-মা যারা আছেন, তারা অসামর্থ্যের পরিচয় দিয়েছেন। সুতরাং তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। আমাদের কাঁধটা শক্ত করতে হবে। যেন আমরা ঐতিহাসিকভাবে প্রমাণিত আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। আমরা যেন তাদের দায়িত্ব নিতে পারি। একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই দিতে হবে।

এর আগে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এতে স্থানীয় সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।