ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে কলেজছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
মেহেরপুরে কলেজছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুরে শিমুল হোসেন (২২) নামে অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।

শিমুল গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া এলাকার রাইতাল হোসেনের ছেলে।

গাংনী থানা পুলিশের একটি টিম বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে গাংনী উপজেলা শহরে অভিযান চালিয়ে শিমুলকে গ্রেপ্তার করে। পরে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার উপপরিদর্শক বিকাশ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরপুর সদর থানার কালিগাংনী গ্রামের ছহিরুল ইসলামের মেয়ে কলেজছাত্রী সাদিয়া আক্তারকে অপহরণের অভিযোগ এনে তার বাবা ছহিরুল ইসলাম একটি অপহরণ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ও সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় দায়ের করা সদর থানার মামলা নম্বর ১, তারিখ ০১/১১/২৪।

তবে মামলার আসামি শিমুল হোসেন জানান, সাদিয়ার সঙ্গে তার দীর্ঘ প্রেমের সম্পর্ক থাকায় তাকে নিয়ে গত ঈদের দিনে মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন। কাথুলি-গাংনী সড়ক দিয়ে ভাটপাড়া ইকোপার্কে যাওয়ার সময় রাস্তার কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। এসময় সাদিয়া গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী, কুষ্টিয়া, রাজশাহী ও পরে ঢাকা মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল। সেখানে আমরা টাকা পয়সা দিয়ে চিকিৎসা করিয়েছি। বর্তমানে সে জ্ঞানহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে ওর বাবা আমার নামে অপহরণ মামলা করেছে।

বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত শিমুলকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান উপপরিদর্শক বিকাশ মজুমদার।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।