ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন: সারজিস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন: সারজিস

শাবিপ্রবি (সিলেট): নতুন বাংলাদেশ বিনির্মাণ ও লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হলে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৯ অক্টোবর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, দীর্ঘদিন ধরে চলা আওয়ামী শাসনামলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এদের কর্মকাণ্ডের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ছিল অন্যতম। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণ ও লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে ছাত্র সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। এর ফলে দেশে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।

মতবিনিময়ে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান, অধ্যাপক ড. সালমা আক্তার, অধ্যাপক ড. জামাল উদ্দীন, অধ্যাপক ড. ইফতেখার আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।