ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধানক্ষেতে প‌ড়ে‌ছিল অ‌টো‌রিকশা চাল‌কের গলাকাটা মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, নভেম্বর ১১, ২০২৪
ধানক্ষেতে প‌ড়ে‌ছিল অ‌টো‌রিকশা চাল‌কের গলাকাটা মরদেহ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ধানক্ষেত থেকে আল আ‌মিন (১৫) নামে এক অ‌টো‌রিকশা চাল‌কের গলাকাটা মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।  

সোমবার (১১ নভেম্বর) দুপুরে জেলার কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার এক‌টি রাস্তার পা‌শের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আল আ‌মিন ‌জেলার তাড়াইল উপ‌জেলার বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশা নি‌য়ে বের হন আল আ‌মিন। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ দুপুরে জেলার কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার এক‌টি রাস্তার পা‌শের ধানক্ষেতে তার হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। প‌রে স্থানীয়রা বিষয়‌টি পু‌লিশ‌কে জানায়। খবর পেয়ে পু‌লিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার ক‌রে।  

কি‌শোরগঞ্জ ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য কি‌শোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ ও হাসপা‌তা‌লের মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।