ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগে মিলল ৬ কেজি রূপার গহনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগে মিলল ৬ কেজি রূপার গহনা

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ছয় কেজি ১১৫ গ্রাম ওজনের রূপার গহনা জব্দ করেছে বিজিবি।

সোমবার (১১ নভেম্বর) তলুইগাছা সীমান্তের চারাবাড়ী এলাকা থেকে এসব রূপার গহনা জব্দ করা হয়।

জব্দ করা রূপার গহনার মূল্য প্রায় আট লাখ ৯৮ হাজার ৯০৫ টাকা।

সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল চারাবাড়ী নামক স্থানে অবস্থান নেয়। এসময় সীমান্তের দিক থেকে কয়েকজনকে আসতে দেখে বিজিবি ধাওয়া করে। এতে তারা হাতের ব্যাগ ফেলে ঘন জঙ্গলে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ছয় কেজি ১১৫ গ্রাম ভারতীয় রূপার গহনা পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।