ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেঞ্চুগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ফেঞ্চুগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে বাস চাপায় জুবায়ের আহমদ জুবা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ-নয়াবাজার সড়কে মধ্যভাগে ফরিদপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের উপজেলার নুরপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে করে নয়াবাজার এলাকায় যাচ্ছিলেন জুবায়ের। এ সময় মৌলভীবাজারের ভাটেরা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস (নরসিংদী জ-১১ ০০৯৮ নাঈম পরিবহণ) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জুবায়ের। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় জুবায়েরের দুই পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়ে মারা যান।

নিহতের বন্ধু আশরাফুল ইসলাম বলেন, জুবায়ের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাকে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা ব্রিজের দক্ষিণ পার ফেরিঘাট এলাকায় অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর জানতে পারি, সে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে হাসপাতাল নিয়ে গেলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার জুবায়ের আহমদ গুরুতর আহত হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিহতের পরিবার দুর্ঘটনায় মামলা করবেন না। তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।