ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরা থেকে যুবলীগ নেতা ‘মসল্লা’ মামুন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
উত্তরা থেকে যুবলীগ নেতা ‘মসল্লা’ মামুন গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সহ- সভাপতি মামুন মিয়া ওরফে মসল্লা মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে নাশকতাকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় ছাত্র জনতার ওপর মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে গুলি, ককটেল বিস্ফোরণ করে হত্যা করে দুর্বৃত্তরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর লক্ষ্যে উসকানিমূলক বক্তব্যের জের ধরে গত ৫ আগস্ট বাদীর ছেলে মো. সাগর (১৯) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে উত্তরা পশ্চিম থানাধীন আর এ কে টাওয়ার এর সামনে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের বাবা মো. সেরাজুল গাজী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় আসামি গ্রেপ্তারের জন্য র‌্যাব-১ এর একটি দল বিষয়টি আমলে নিয়ে ছায়া-তদন্ত শুরু করে।

এএসপি মো. মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১ এর একটি দল উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টর পার্কের দক্ষিণে অভিযান চালায়। অভিযানে ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মামুন মিয়া ওরফে মসল্লা মামুনকে গ্রেপ্তার করা হয়।  

আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি মাহফুজুর।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।