ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইজিবাইককে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল গৃহবধূর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
দিনাজপুরে ইজিবাইককে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল গৃহবধূর 

দিনাজপুর: দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় রোজিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রোজিনা জেলার বিরল উপজেলার শঙ্করপুর এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গৃহবধূ রোজিনা তার দুই সন্তানকে নিয়ে ইজিবাইকে করে মেডিকেলের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ইজিবাইকে থাকা রোজিনা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে ট্রাক ও চালক রায়হানকে (২০) আটক করে।  তবে ইজিবাইকে থাকা রোজিনার দুই সন্তান অক্ষত রয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।