ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ বিষপানে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ বিষপানে মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদরে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিজেও বিষপান করেন। এঘটনায় দুই শিশুসহ মারা গেছেন ওই গৃহবধূ।

বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।  

মৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই মেয়ে রওজা (৫) ও নওরিন (৩)।  

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথম এক নারীকে আনা হয় বিষপান অবস্থায়। পরে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি কারা হয়। এর কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।