ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় সাংবাদিকের ওপর হামলা, দুই দিনেও ফেরেনি জ্ঞান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
খুলনায় সাংবাদিকের ওপর হামলা, দুই দিনেও ফেরেনি জ্ঞান আহত সাংবাদিক ইকরামুল কবির

খুলনা: খুলনা মহানগরীর দৌলতপুরে ইকরামুল কবির নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার পর তিনি দুইদিন ধরে অজ্ঞান অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ব্যাপারে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আহত সাংবাদিকের স্ত্রী কেএমপির দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। হামলার সঙ্গে জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিক ইকরামুল কবির ‘আমার সংবাদ’পত্রিকার খুলনা প্রতিনিধি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতপুরের দেয়ানাস্থ নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন সংঘবদ্ধ দখলবাজ চক্র জমি দখলে যায়। এতে বাধা দিলে প্রথমে চলে গেলেও বেলা দুইটার দিকে ওই চক্রটি এসে ইকরামুল কবিরের ওপর হামলা চালায়। প্রথমে তাকে মোবাইলফোনে কল দিয়ে বাইরে ডাকা হয়। তিনি বের হওয়া মাত্রই হামলা চালানো হয়। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হলেও তাকে পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।  

আজ বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক ইকরামুল কবিরের জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, সাংবাদিক ইকরামুল কবিরের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরই এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমআরএম/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।