ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিসিকের সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা মতিউর গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
সিসিকের সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা মতিউর গ্রেপ্তার

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।   

মতিউর দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকার মৃত নশিদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এসএমপি মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

তার নামে গত ২৭ অক্টোবর সিলেটের কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। ওই মামলায় পলাতক ছিলেন তিনি। গ্রেপ্তার আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।