ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোর নিহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর শান্ত (১৭)  নামে এক কিশোর খুন হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদরাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শান্ত।

শান্তর বন্ধু জীবন আহমেদ জানায়, পেশায় তেমন কিছু করতো না শান্ত। গতরাতে বাসার পাশে মাদরাসার গলিতে কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। যারা ছুরি মেরেছে তারা পাশের এলাকার।

নিহত শান্তর বড় ভাই মিরাজ হোসেন জানান, রাতে শুকুর নামে এক কিশোরসহ কয়েকজন এলাকায় একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান তাদের আটক করে। এটি শুনে সেখানে গিয়েছিল শান্ত। তখন শুকুর শান্তর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে মারা যায় সে।

হাজারীবাগ ১০ নাম্বার গলিতে পরিবারের সঙ্গে থাকে শান্ত। তার বাবার নাম আফজাল হোসেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।