ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইয়াবাসেবীর সূত্র ধরে হোতাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
ইয়াবাসেবীর সূত্র ধরে হোতাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীতে এক ইয়াবাসেবীর সূত্র ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিন ও রাতের বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএনসির উত্তরা সার্কেল। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০টি ইয়াবা জব্দ করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বুলবুল আহমেদ নামে এক ইয়াবাসেবীকে ২০টি ইয়াবাসহ আটক করে ডিএনসির উত্তরা সার্কেল। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টায় বিমানবন্দর থানাধীন কাওলা এলাকার সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে ইয়াবার খুচরা কারবারি সজল আমিনকে ৪০টি ইয়াবাসহ আটক করা।

আটক সজল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবার পাইকারি বিক্রেতার তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৫টায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের ৬/এ বাসা থেকে পাইকারি ইয়াবা বিক্রেতা হিরণ মিয়াকে এক হাজার ইয়াবাসহ আটক করা হয়।

আটক হিরন মিয়া জিজ্ঞাসাবাদে ইয়াবা বিক্রির মূল হোতার তথ্য দেন। পরে তার তথ্যের ভিত্তিতে রাতে উত্তরা থানাধীন ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ৩৮ নম্বর বাসা থেকে হোতা আবুল হোসেন ওরফে হাসানকে আটক করা হয়। এ সময় সেই বাসায় তল্লাশি করে তালাবদ্ধ ড্রয়ার থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটক ইয়াবাসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বাদী হয়ে বিধি মোতাবেক মামলা করেছেন ডিএনসির উত্তরা সার্কেলের পরিদর্শক বেলায়েত হোসেন  ও উপ-পরিদর্শক জেরিন সুলতানা।  

এছাড়া রবিউল ইসলাম নামে আরেক হোতাকেও পলাতক আসামি করা হয়েছে বলে জানান ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ।

তিনি আরও জানান, এ সিন্ডিকেটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে বিক্রি করতো।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।