ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনা ও কুতুবদিয়ায় মাদক-সন্ত্রাস নির্মূলে যৌথ অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
বরগুনা ও কুতুবদিয়ায় মাদক-সন্ত্রাস নির্মূলে যৌথ অভিযান

ঢাকা: গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ নভেম্বর) বরগুনার বামনা উপজেলার কালিকাবাড়ী স্থানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।  

অভিযানে মাদক সম্রাজ্ঞী মোছা. সালমা বেগমকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৭৯০ ইয়াবা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট মো. মোস্তফা কামাল ওরফে ইয়াবা খোকনকে আটক করা হয়।

এ সময় তার নিজ বাড়ি থেকে ৪৭০ ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের নামে বামনা থানায় ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।  

একইদিন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।  

অভিযানে চিহ্নিত মাদকবিক্রেতা রেজাউল করিম রাজুকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে ২০৫ ইয়াবা জব্দ করা হয়। উভয় অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।  

অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের যথাক্রমে বামনা ও কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।  

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ʻইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।