ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না: আসিফ মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না: আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীতে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেওয়ার কাজ করা হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের যে স্পিরিটের জন্য তরুণরা রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, তাদের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা, যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে জীবন দেওয়া, আহত হওয়া, হাত হারানো, পা হারানো কিংবা চোখ হারানো, সেই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে।

রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে।  

তিনি বলেন, এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে গুরুত্ব দিতে হবে এবং সরকারের বিভিন্ন সংস্কার কাজে তাদের অংশ নেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।