ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, নভেম্বর ১৬, ২০২৪
সিলেটে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সিলেট: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজিবি সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাশ্মীরি হাজী শাল, শাড়ি, থ্রি পিস, মাই ফেয়ার ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, শীতের কম্বল, সাবান, সার্ফ এক্সেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫৭০ টাকা।  

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে ধারাবাহিক অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামালগুলোর বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।