ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্র ও নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্র ও নারী নিহত

মেহেরপুর: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র ও অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক যুবক।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবীল নামক স্থানে দুর্ঘটনায় নারী এবং মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া নামক স্থানে দুর্ঘটনায় স্কুলছাত্র মারা যায়।  

ইব্রাহিম গাংনী উপজেলার তেরাইল গ্রামের রাস্তাপাড়া এলাকার আজগর শাহের ছেলে ও জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অপরদিকে সদর উপজেলার চাঁদবীল নামক স্থানে নিহত নারীর নাম পরিচয় শনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর তেরাইল গ্রামের স্কুলছাত্র ইব্রাহিম হোসেন ও তাদের এসকেবেটরের চালক একই গ্রামের আলমাছ হোসেনের ছেলে আলমগীর হোসেন একটি মোটরসাইকেলে এবং অপর একটি মোটারসাইকেলে অন্য দুই জন রেসলিং করে তেরাইল থেকে জোঁড়পুকুরিয়া গ্রামের দিকে যাচ্ছিল। এসময় সামনে থেকে একটি মাইক্রোবাস ও একটি ট্রাক আসছিল। মাইক্রোবাসটিকে সাইড দিয়ে গিয়ে ইব্রাহিমের মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে চালক আলমগীর হোসেন গুরুতর আহত হন। এছাড়া মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার চাঁদবীল নামক স্থানে রাস্তার ওপর পড়েছিল অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ। তার মরদেহ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবীল ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ি ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে গেছে। নিহত ওই নারীর শরীরের বিভিন্ন অংশ থেতলানোর ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আর বারী জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের শহরের উপকণ্ঠে ইম্প্যাক ফাউন্ডেশনের কাছে রাস্তার ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।