ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশা, ১৪ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯ এএম, নভেম্বর ১৭, ২০২৪
ঘন কুয়াশা, ১৪ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা 

দিনাজপুর: অগ্রহায়ণের শুরুতে ক্রমশই তাপমাত্রা কমছে উত্তরের জেলা দিনাজপুরে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া জেঁকে বসতে শুরু করেছে উত্তরের এ জনপদে।

 

রোববার (১৭ নভেম্বর) সকালে দিনাজপুরে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।  

আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বর মাসজুড়ে তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথমেই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারেও একই তাপমাত্রা থাকলেও শনিবার (১৬ নভেম্বর) এই তাপমাত্রা কমে দাঁড়ায় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার এই তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত দিনাজপুরের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, নভেম্বর মাস জুড়েই এই তাপমাত্রা কমার প্রবণতা থাকবে। তবে তীব্র শীত হবে ডিসেম্বরে। ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম থেকেই এই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আরএ  

বাংলাদেশ সময়: ১১:২৯ এএম, নভেম্বর ১৭, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।