ঢাকা: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ চার দফা দাবি জানিয়েছে পরীক্ষার্থীদের একাংশ। রোববার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
পরীক্ষার্থীদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-সমাজের সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বৈষম্য করছে। ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয়ে পাস নম্বর হিসেবে ৪০ বিবেচনা করা হয়েছে। কিন্তু অনেক পরীক্ষার্থী ১শ নম্বরের সঠিক উত্তর দিয়েও লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। অথচ অনেকে ৪০ নম্বর উত্তর দিয়ে কৃতকার্য হয়েছে। যা বড় ধরনের ভুল ছাড়া হওয়ার কথা নয়। তাই তারা লিখিত পরীক্ষার খাতাগুলো পুনর্মূল্যায়নসহ চার দফা দাবি জানিয়েছেন।
তাদের দাবিগুলো:
১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা চলমান অবস্থায় দ্রুততমভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করা, এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীকে পদত্যাগ করা, পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখসহ এনটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা, পরীক্ষার্থীদের খাতা অন্যকোনো খাতার সাথে সংযুক্ত করে অকৃতকার্য করা হয়েছে কি না তা তদন্ত করা।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসসি/এএটি