ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে চালু হলো ‘ন্যায্যমূল্যের বাজার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
নীলফামারীতে চালু হলো ‘ন্যায্যমূল্যের বাজার’

নীলফামারী: নিত্যপণ্যের বাজার দর স্থিতিশীল রাখতে নীলফামারী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যের বাজার চালু হয়েছে।  

রোববার (১৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের নতুন বাজারে ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।

 

এ সময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম, সেনাবাহিনীর মেজর হাসান মাহমুদ, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মেজর ইশতিয়াক, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী উপস্থিত ছিলেন।

জেলা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ বক্তব্য দেন।

উদ্বোধনী দিনে মূলা ৪০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ প্রতিপিস ৩৫ টাকা, ডিম ৪৩ টাকা হালিতে বিক্রি হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ বলেন, কৃষি বিপণন কর্মকর্তার ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই ন্যায্যমূল্যের বাজার পরিচালিত হচ্ছে। আজ রোববার থেকে চালু হলো এবং চলমান থাকবে।
ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দ্রব্যমূল্যের বাজার দর স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দিনই এই বাজার খোলা থাকবে। নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা দিনের যেকোনো সময়। ২৬ জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।