ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও 

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে গোসলখানায় বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ছেলেও। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ পৌরসভার গয়াহরি এলাকায় এ ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- ওই এলাকার প্রয়াত দুর্গাচরণ দাসের স্ত্রী অনিমা রাণী দেব (৭৫) ও তার ছেলে নীতেশ দেব (৫৫)।
 
পুলিশ জানায়, অনিমা রাণী দেব সকালে বাড়িতে বাংলো ঘরের গোসলখানায় গিয়েছিলেন। সেখানে পানির পত্রে একটি সচল বৈদ্যুতিক তার পড়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
 
এ সময় গোসলখানায় অনিমা দেবের পড়ে যাওয়ার শব্দ শুনে তার ছেলে নীতেশ দেব এগিয়ে যান এবং মাকে বাঁচানোর উদ্দেশ্যে জড়িয়ে ধরেন। এসময় উভয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ দেবনাথ হাসপাতালে গিয়ে দুজনের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
 
তিনি বাংলানিউজকে জানান, মারা যাওয়া মা ও ছেলের পরিবারের সদস্যরা হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।