ঢাকা: রাজধানীর লালবাগে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
তারা হলেন-রিপন ব্যাপারী (২২), মো. সাজ্জাদ হোসেন সাগর (২৩) ও মো. সুমন (১৯)।
সোমবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রোববার রাত সাড়ে ১২টায় লালবাগের আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
লালবাগ থানা সূত্রে জানা যায়, আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার সংলগ্ন লালবাগ টাওয়ার এলাকায় কয়েকজন ছিনতাইকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় লালবাগ থানার একটি দল। এ সময় সাধারণ মানুষের সহায়তায় ছুরিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আরও জানা যায়, গ্রেপ্তাররা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা লালবাগের আজিমপুর রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিস-পত্র ছিনতাইয়ের জন্য অবস্থান করছিলেন।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসসি/আরএইচ