ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
সাভারে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

সাভার (ঢাকা): সাভারে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সাভারের শাহীবাগ এলাকার সুরমা টেক্সটাইল লিমিটেড নামে কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।  

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে সুরমা টেক্সটাইল নামে ওই কারখানার কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

সাভার ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মেহেরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে ওই কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।