ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আ.লীগ নেতা নফর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, নভেম্বর ১৯, ২০২৪
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আ.লীগ নেতা নফর গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার নফর দর্শনার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।  

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুঁড়ি ও ছয়টি চাপাতি জব্দ করা হয়। পরে মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।