ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক এক

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ময়েন উদ্দিন (৩৫) নামের একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যতারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে একটি পানবরজ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটক ময়েন উদ্দীন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জমির উদ্দীনের ছেলে। তিনি মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সহযোগী হিসেবেও এলাকায় পরিচিত।

২ নম্বর মহাজনপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জয়নাল আবেদীন বলেন, ময়েন উদ্দিন কৃষি কাজ করেন। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর লোক হিসেবে পরিচিত।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৭ আর্টিলারি রেজিমেন্টের মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর জাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম মঙ্গলবার রাতে ময়েন উদ্দীনকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশে একটি পানবরজের মধ্যে থেকে দেশীয় তৈরি একটি নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

আটক ময়েন উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বুধবার আদালতে নেওয়া হবে  জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।