ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই জেলে

সাতক্ষীরা: অপহরণের তিনদিন পর ৪২ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন সুন্দরবনে গিয়ে অপহৃত দুই জেলে।

বুধবার (২০ নভেম্বর) পরিবারের কাছে ফিরে আসেন তারা।

জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।

ফিরে আসা জেলে ইয়াজুল ইসলাম ও ফয়সাল হোসেন বলেন, গত ১৭ নভেম্বর রাতে দস্যুরা নিজেদের মনজু বাহিনীর সদস্য পরিচয়ে দুই স্থান থেকে দুইটি নৌকার সাতজন জেলের মধ্য থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে তিনদিনের মধ্যে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত টাকা আমাদের পরিবার ও মহাজন পরিশোধ করলে বুধবার (২০ নভেম্বর) মুক্তি দেয় আমাদের। পরে সুন্দরবনের সুপদি নামক এলাকা থেকে অন্য একটি জেলে নৌকায় করে সুন্দরবনের চালতেবাড়ি হয়ে বাগদিখালী দুনের খাল দিয়ে তারা লোকালয়ে ফিরে আসেন।

এদিকে একই দস্যু দলের সদস্যরা তাদের মুক্ত করে দেওয়ার সময় আরও এক জেলেকে জিম্মি করেছে বলে জানান ফিরে আসা জেলেরা।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।