ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ডাকাত আটক, গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আড়াইহাজারে ডাকাত আটক, গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. আবুল কাসেম (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার জালাকান্দি এলাকাতে এ ঘটনা ঘটে।

আটক মো. আবুল কাসেম গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। পরে অভিযান চালিয়ে ৮ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ৪৫ এম এল আর ক্যাম্প আড়াইহাজার সূত্রে জানা গেছে, উপজেলার জালাকান্দি এলাকায়  প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে। ডাকাতি রোধে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় যৌথবাহিনী জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতেনাতে এক ডাকাতকে আটক করে।

পরে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় সাবল, ১টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করে।

যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুইজনের নাম শনাক্ত করে। তারা হলেন, জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরও তিনজন।

এদিকে যৌথবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে জালাকান্দি রাস্তার পাশে ঝোঁপ থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে।

আটক ডাকাতকে অস্ত্রসহ আড়াইহাজার থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আটক ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অস্ত্রটি থানা থেকে লুণ্ঠিত বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।