ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক ৯ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক ৯ 

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তাদের আটক করে থানায় আনা হয়।

 

এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক।

ওসি জানান, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের দিক নির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশ পৌরসভার রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে যাদের নামে কোনো অভিযোগ নেই তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর কারো নামে অভিযোগ থাকলে তার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে আটক করা হয়। কিশোর গ্যাং মাদকসেবন ও এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। তাদের অপকর্ম রোধে এমন অভিযান চলবে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।