ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে গণপিটুনি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে গণপিটুনি

খুলনা: খুলনায় যাত্রীবেশে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনি শিকার হয়েছেন এক ব্যক্তি।  

শুক্রবার(২২ নভেম্বর) সন্ধ্যায় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (মন্নুজান স্কুল) সামনে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ (৩০)। রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকার বাসিন্দা তিনি।  বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পুলিশি প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে বয়রার দিকে যাচ্ছিলেন আব্দুল্লাহ। নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন।  ইজিবাইকটি নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ডায়াবেটিক হাসপাতাল পার হয়ে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের(মন্নুজান স্কুল) সামনে গিয়ে পাশের দোকান থেকে ইজিবাইকচালককে পাশের দোকান থেকে সিগারেট আনতে বলায় চালকের সন্দেহ হয়। এসময় তিনি চিৎকার দিয়ে আশপাশের লোকজন জড়ো করলে যাত্রী ভুয়া পুলিশকে এলাকাবাসী এসে গণপিটুনি দেয়। পরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

ইজিবাইকচালক মোহাম্মদ রাসেল মল্লিক বলেন, আমি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকার বাসিন্দা।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার রাতে তিনি কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এমআরএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ