ঢাকা: রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে।
শনিবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বেজমেন্টে বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল। সেখানে থেকেই আগুন লেগে থাকতে পারে। এ পর্যন্ত মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এজেডএস/এসএএইচ