ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় নতুনবাড়ী এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

 

শনিবার (২৩ নভেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আল-আমিন একই জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকার দিকে আসছিল। পথে ঝিনাইদহের নতুনবাড়ী এলাকায় এলে বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকটির চালক নিহত হন এবং আহত জন তিনজন। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

এদিকে দুর্ঘটনার কারণে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজট তৈরি হলে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।