ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩ বছর ধরে রেলস্টেশন বন্ধ, চালুর দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
৩ বছর ধরে রেলস্টেশন বন্ধ,  চালুর দাবিতে মানববন্ধন

নরসিংদী: দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা নরসিংদীর আমিরগঞ্জ রেলস্টেশন দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও যাত্রীরা।  

রোববার (২৪ নভেম্বর) দুপুরে আমিরগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে সমাজকল্যাণ উন্নয়ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শিল্পাঞ্জল এলাকা হিসাব ঐতিহ্যবাহী আমিরগঞ্জ স্টেশনটির সিগন্যালের মোটর চুরির পর তিন বছর আগে কর্তৃপক্ষ লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধের নোটিশ টানিয়ে বন্ধ করে দেয়। প্রতিদিন ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এ স্টেশনটি। স্থানীয়রা স্টেশনটি পুনরায় চালু করার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়ে কাজ না হওয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে খুলে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় তারা কঠিন কর্মসূচি ঘোষণার কথাও জানান।

এ সময় উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা  কামরুজ্জামান বাদল, মনির মৃধা, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল, রবিন গাজী, এম আর মামুন, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর হোসেন তৌহিদ, শাহিন ভিপি, আদনান সামি, রাফিন আহমেদ, আসিফ ভূইয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।