ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
উত্তরায় কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ঢাকা: ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেনের একটি বগির লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে অপর একটি লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বেশ কয়েক ঘণ্টা লাইনচ্যুত হওয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

 

বর্তমানে দুটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) তারা মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

একই তথ্য দিয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ভোর ৪ সাড়ে চারটার দিকে কনটেইনারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পরে সকার ১১টা ২০ মিটিনের  দিকে সেটি উদ্ধারের পর দুইটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনার পর থেকে অপর একটি লাইনে চলাচল চালু থাকলেও বগির লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনের সিডিউল কিছুটা বিপর্যয়ের মুখে পড়ে। এখন লাইন স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।