ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেড ইউনিয়ন, শ্রম অধিকার ইস্যুতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ট্রেড ইউনিয়ন, শ্রম অধিকার ইস্যুতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা: দেশের পোশাক কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন, লেবার রাইটসসহ ১১ দফা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সহায়তা দেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম. ফে রদ্রিগেজ এর নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমরা এর আগে শ্রমিক নেতাদের সাথে একাধিক বৈঠক করেছি। সেই বৈঠকে আমরা ১৮ দফা নিয়ে আলোচনা করেছি। সেখানে এই ১১ দফাও আলোচনা হয়েছে। এ বিষয়টি আজকের ইউএসএ প্রতিনিধি দল প্রশংসা করেছে। প্রধান উপদেষ্টাও এ বিষয়টি প্রশংসা করেছেন।  

তিনি বলেন, এখন কাজ করার জন্য আমাদের হাতে মাত্র তিন মাস সময় আছে৷ এই তিন মাসে আপনারা দেখবেন আমরা অনেক অনেক অগ্রগতি করব। সেখানে দু-একটি বিষয় থাকতে পারে যেটি স্বল্প সময় অগ্রগতি করা সম্ভব হবে না।  

শ্রম সচিব বলেন, সম্প্রতি লেবার রিফর্ম কমিশন গঠন হয়েছে। এই কমিশন আমাদের কাজকে অনেকটা সহজ করে দেবে। আন্তর্জাতিকভাবে বায়াররা ট্রেড ইউনিয়ন এবং লেবার রাইটস নিয়েই কথা বলে। এসব ইস্যুতে ইউএস প্রতিনিধি দল আমাদেরকে সাপোর্ট দেওয়ার কথা জানিয়েছে। তারা বলেছে আমরা একসাথে কাজ করতে চাই। আমরা তাদের বলেছি আমরা তাদেরকে সাথে নিয়েই কাজ করব। যেহেতু বর্তমানে একটি অন্তবর্তীকালীন সরকার রয়েছে সেহেতু আমরা আশা করছি এই কাজগুলো স্বচ্ছতার সাথেই করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৫,২০২৪
জিসিজি/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।