ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চার বিভাগীয় কমিশনার নিয়োগ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
চার বিভাগীয় কমিশনার নিয়োগ 

ঢাকা: চার জেলায় নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই চার কর্মকর্তাকে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশসান মন্ত্রণালয়।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. ফিরোজ সরকারকে খুলনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।  

পদোন্নতি জনিত কারণে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে থাকা খান মো. রেজা-উন-নবীকে সিলেট এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দিনকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।