ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে আইনজীবী হত্যায় সিপিবির তীব্র নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
চট্টগ্রামে আইনজীবী হত্যায় সিপিবির তীব্র নিন্দা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

ঢাকা: চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার এ ঘটনায় আমরা মর্মাহত, বিক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত। খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনা যাতে ভিন্ন খাতে চলে না যায় সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিবৃতিতে সবাইকে ধৈর্য ধারণ করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানানো হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন ও হত্যার সাথে জড়িতআইনজীবী দের দ্রুত গ্রেফতার এবং দ্রুত জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।