ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঢাকা: রাজধানীর বারিধারা থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা।

আটক মাদক কারবারির নাম- মো. হারুন অর রশিদ (৫৩)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে বারিধারা প্রগতি সরণির জে ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবির ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির ওয়ারী বিভাগের বরাত দিয়ে তিনি জানান, বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে ডিবির ওয়ারী জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বারিধারা এলাকায় এক ব্যক্তি ইয়াবা পাইকারি বা খুচরা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে টিমটি প্রগতি সরণির জে ব্লকের গ্রীণ গ্রানাইট অ্যান্ড মার্বেল লিমিটেড বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে মো. হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার হাতে থাকা একটি চামড়ার ব্যাগ থেকে ৪৯টি প্যাকেটে মোট ৯ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে হারুন জানিয়েছে- তিনি দীর্ঘদিন ধরে মনির হোসেন নামে আরেক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা নিয়ে ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। জব্দকৃত ইয়াবা তার কাছ থেকে নিয়ে বিক্রির জন্য নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন হারুন।

এ ঘটনায় আটক হারুনসহ তার সহযোগী পলাতক মো. মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক মনিরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।