ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুগদায় লেকের কচুরিপানায় মিলল কিশোরের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
মুগদায় লেকের কচুরিপানায় মিলল কিশোরের মরদেহ

ঢাকা: রাজধানীর মুগদায় লেক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরকে হত্যার পর মরদেহ গুমের জন্য লেকে কচুরিপানার নিচে রেখে দেওয়া হয়েছে বল হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টিশার্ট ও সবুজ রঙের হাফ প্যান্ট পরা ওই কিশোরের মরদেহ পচে ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্ববর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, বুধবার (২৭ নভেম্বর) রাতে স্থানীয় একজন মুগদা এলাকার একটি খালি প্লটের মাঝামাঝি লেক পার থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, মরদেহ লেকের কচুরিপানার নিচে লুকানো অবস্থায় ছিল। মরদেহ অনেকটাই পচে ফুলে গেছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তাকে হত্যার পর কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রেখে দেওয়া হয়েছিল। তার পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।