ঢাকা: অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মুন্না ওরফে চিকা মুন্না ওরফে ইমরান হোসেন (২৪) কিশোর গ্যাংয়ের নেতা। বাকি ছয়জন তার দলের সদস্য। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি মোবাইল ফোন ও দুই হাজার নগদ টাকা জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার শাখাওয়াত হোসেন ও তার বন্ধু মো. আলমগীর হোসেন কিশোর গ্যাংটির শিকার হন। ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ১৯ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। তাছাড়া ভুক্তভোগীদের আটক রেখে তাদের পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। অস্বীকৃতি জানালে শাখাওয়াত ও আলমগীরকে শারীরিকভাবে নির্যাতন করে তারা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন শাখাওয়াত।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মামলাটি তদন্তের সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় ঘটনায় জড়িতদের সনাক্ত করে। এরপর শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুন্না ওরফে চিকা মুন্না ওরফে ইমরান হোসেন ও তার বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এমএমআই/এমজে