ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
লালমনিরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট: আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটি।

সোমবার (২ ডিসেম্বর) সকালে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছেন। অনেক পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দিন যত যাচ্ছে পণ্যের দাম বেড়েই চলেছে। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না। তাই দ্রুত সময়ের মধ্যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।  

মানববন্ধনে বক্তব্য দেন ক্যাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, ইকবাল বানু হেলেন আলো প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।