ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরা হলো না ছবেদ আলীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরা হলো না ছবেদ আলীর

ঝিনাইদহ: নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছবেদ আলী একই উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, ছবেদ আলী বাড়ির পাশের স্কুলে নাতিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছে পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে ছবেদ আলীকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।