ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে ১০ টন চাল জব্দ, ডিলারসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
বেলকুচিতে ১০ টন চাল জব্দ, ডিলারসহ আটক ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে ২৪৮ বস্তা স্বল্প মূল্যের চাল জব্দ করেছে। এ ঘটনায় ফেয়ার প্রাইজের ডিলার ও মুজদদারসহ ৫ জনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া চালের পরিমাণ প্রায় ১০ মেট্রিক টন।  

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের ভুইয়াপাড়া ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।  

আটকরা হলেন- ফেয়ার প্রাইজের ডিলার কবিরুল ইসলাম, মজুতদার আলতাব হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল ওয়াহাব ও সাইফুল ইসলাম।  

জানা যায়, রাজাপুর ইউনিয়নের ভুইয়াপাড়ায় অভিযান চালিয়ে ১০৮ বস্তায় প্রায় সোয়া ৩ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ ঘটনায় ডিলার কবিরুলসহ চারজনকে আটক করা হয়েছে।  

অপরদিকে কান্দাপাড়ায় অপর একটি অভিযানে ১৪০ বস্তায় পৌনে ৭ মেট্রিক টন চালসহ মজুতদার সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।  

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া জানান, চাল পাচারের দুটি ঘটনায় ডিলার ও মজুদকারীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমীন বলেন, চাল পাচার ও বিক্রির ঘটনার সঙ্গে ডিলার কবিরুলের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।