ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টিকটক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
টিকটক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু ভিডিও থেকে ছবি নেওয়া

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে রাফি নামে (১৮) এক কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের অ্যাপ্রোচে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাফি নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণপাড়া সামসু মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের ছাত্র ছিলেন।  

স্থানীয়রা জানান, দুপুরে নবীনগর-রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাফি। তাকে উদ্ধার করে কুমিল্লায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।